পিয়ানো
পিয়ানো (কল্পবিজ্ঞান) ১। অনেকদিনের পুরানা বাড়ি। এখানে ওখানে রং উঠে গেছে ধুলার পুরু আস্তর জন্মেছে চেলেকোঠায়। পুরো দেয়ালের রং উঠে গেছে, মেঝে থেকে নানান জায়গায় খসে গেছে কাঠের তক্তা। ডক্টর স্টেইনব্রেকের জন্য অবশ্য আদর্শ জায়গা। ভয়াবহ গোপন একটা প্রজেক্টে কাজ করছেন তিনি। তাঁর দরকার নির্জন একটা ল্যাবরেটরি। গভীর জঙ্গলে পুরনো এই বাড়িটা অনেক সস্তায় পাওয়া […]