মহিষমতি সমীকরণ
কল্পবিজ্ঞান ১। বিজ্ঞানী সুশীল শান্তি পঁচিশ বছর নিরলস গবেষণা করে, মাথার ঘাম পায়ে ফেলে, মাথার চুল সাদা করে অবশেষে তাঁর স্বপ্নের সমীকরণটা প্রতিষ্ঠা করলেন। এই সমীকরণ ব্যবহার করলে ডায়রেক্টলি ম্যাটার অ্যান্টিম্যাটার অ্যানিহিলেশানকে ব্যবহার করে শক্তি পাওয়া যাবে। রকেটের বেগ খুব সহজে আলোর ৯০% এ উঠবে। মানবজাতির নক্ষত্র ভ্রমণের স্বপ্ন অবশেষে সফল হবে। সুশীল শান্তি কাঁপাকাঁপা […]