কুশিমের বাণী


(স্যাপিয়েন্স অবলম্বনে) যে জিনিসটা হোমো স্যাপিয়েন্সের বিকাশে সবচেয়ে বেশি সাহায্য করেছিল সেটা চাকা না, আগুণও না। সেটা হচ্ছে ভাষা। অন্য প্রাণিদেরও ভাষা আছে। একটা বানর আরেকটা বানরকে বলতেই পারে, নদীর ধারে যেও না, সেখানে বাঘ ঘুমিয়ে আছে। কিন্তু হোমো স্যাপিয়েন্সদের ভাষা এত সিম্পল না। আমরা বলতে পারি, আজ সকাল সাতটা ছিচল্লিশ মিনিটে আমি দেখেছি, নদীর […]