কল্পবিজ্ঞান
১।
শমশের সাহেব বিরক্ত হচ্ছেন। তাঁর মুখে হালকা গোলাপি ভাব ফুটে উঠেছে।
তিন দিন হলো রিডিং গ্লাসটা বানাতে দিয়েছেন। এখনও আসে নি। তাঁর মাথা ঝিমঝিম করছে। এদিকে চ্যাংড়া দোকানদার তাঁকে বদখত দেখতে একটা কালো চশমা গছাতে চেষ্টা করছে।
– বললাম তো আমি সানগ্লাস পড়ি না। বয়স পঞ্চাশ পার হতে চলেছে। আমাকে দেখে কি শাকিব খান মনে হয় তোমার?
– কি যে বলেন স্যার! আপনি সাকিব খানের বাপ। তাছাড়া স্যার এই চশমাটা শুধু রোদ থেকে বাঁচায় না। আরও অনেক কিছু করে। পৃথিবীর অনেক দেশের বিজ্ঞানীরা অনেক গবেষণা করে এই জিনিস আবিষ্কার করেছে, সরকারও অনেক টাকা ভর্তুকি দিয়েছে। পরে দেখেন স্যার, আরাম পাবেন।
শমসের সাহেব কনফিউসড হয়ে গেলেন। শাকিব খানের বাপ বলতে কি বুঝিয়েছে কে জানে! তাঁর চেহারা শাকিব খানের চেয়েও ভালো, নাকি শাকিব খানকে তাঁর ছেলের বয়সী মনে হয়?
যাই হোক, পরে দেখলেই তো পয়সা দিতে হবে না। শমশের সাহেব চশমাটা পরে দেখলেন।
আসলেই একটা আরাম আরাম ভাব। মাথা ব্যথাটা একটু মনে হয় কমে আসলো। দূরের লেখাগুলোও মনে হয় আরেক্টু ক্লিয়ার হয়ে গেলো।
– দাম কতো?
– আপনার জন্য মাত্র তিনশো টাকা স্যার!
শমশের সাহেব কি মনে করে কিনেই ফেললেন। সস্তা, কাজের জিনিস। এমনিতেও বাইরে রোদ উঠেছে অনেক।
নিজেকে তাঁর শাকিব খান না হোক মুসা বিন শমশের মনে হতে লাগলো!

২।
খিচুড়িটা কি তুই বানিয়েছিলি মা? টেস্ট কিন্তু সেই ছিল।
কোন খিচুড়ি বাবা?
ঐযে টেবিলের উপর ছিল।
টেবিলের উপর খিচুড়ি? ওয়েট …. কালকে রাত্তে বানিয়েছিলাম। ফ্রিজে ঢুকাতে ভুলে গেছি। বাইরে ৩৮ ডিগ্রি চলছে। এই জিনিস ভালো থাকার কোন কারণ নাই।
কি বলিস মা? সেই একটা খিচুড়ি। মনে হলো বেহেস্তি খানা খাচ্ছি। রাবেয়া কোনদিন এতো ভালো খিচুড়ি করতে পারে নি।
রাবেয়া মুখ ঝামটা দিয়ে ঘর থেকে বের হয়ে এলো।
মেয়ের প্রশংসার একটা লিমিট রাখা উচিত বুঝেছ? খিচুড়ি দিয়ে ভকভক করে গন্ধ বের হচ্ছে। এইমাত্র সবটুকু ডাস্টবিনে দিলাম। এমন না যে কালকে রান্না করার পরপরও খিচুড়ি ভালো ছিল, তোমার মেয়ের জামাইয়ের কপালে দুঃখ আছে।
আর সারাদিন কালো চশমা পরে ঘুরার কি মানে হয়? বুড়া বয়সে ভীমরতি ধরেছে নাকি? নিজেকে শাকিব খান মনে হয়?
শমশের সাহেব একটু যেন লজ্জা পেলেন। আসলেই আজকাল চশমাটা বেশি ব্যবহার হচ্ছে। বাসায়ও সারাদিন কালো চশমা পরে থাকতে মন চায়।
তিনি চোখ থেকে চশমাটা খুললেন। সাথে সাথে তাঁর পেটটা মোচর দিয়ে উঠল।
তিনি বাথরুমে ছুটলেন।
(আগামী পর্বে সমাপ্য)
শিমুল
হাহা। এতই করিতকর্মা চশমা!! আমার লাগবে একপিস! কই পাওয়া যাবে??