দানব কাহিনী
আফ্রিকার জঙ্গলে নাকি বিশাল বিশাল ব্যাং থাকে, একেকটা নাকি ঘরের সমান সাইজের। আর আছে একফুট লম্বা লম্বা বিরাট বিরাট সব পিঁপড়া। সেইসাথে আছে মানুষখেকো গাছ, ওই একফুটি পিপড়াকে পেলে কপ করে খেয়ে ফেলবে। খুব ছোটবেলায় আব্বার কাছ থেকে এই টাইপের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। ওই সময় আমার কাছে দুইটা দৈত্য দানবের দেশ ছিল, একটা […]