মহিষমতি সমীকরণ



প্রাচীন মন্দিরের পাশে পুরু ইস্পাতের পাতে মোড়ানো ভাঙা যে কুয়াটা থেকে ঝড় বৃষ্টির রাতে গুমগুম শব্দ ভেসে আসে, কী আছে সেটার অতলে? কেন নিখোঁজ হয়ে যাচ্ছে শহরের বাচ্চারা? প্রবল ঝড়ের রাতে দুর্গম পাহাড়ি জঙ্গলে বাঘের রূপধারী যে প্রাণীটা অর্বাচিন চাকমার ছেলেকে খুন করেছিল সে কি আসলেই বাঘ? গোপন ল্যাবরেটরিতে আইন্সটাইন বাক্স নামের যে রহস্যময় জিনিসটা তৈরি হচ্ছে, কী আছে সেটার ভেতরে? আকবর সাহেবের কাছে অপরিচিত ঠিকানা থেকে রহিমার মা নামের যে দরদী বৃদ্ধা নিয়মিত চিঠি পাঠায়, সাথে একটা হরলিক্সের কৌটা – কী তার পরিচয়? কী চায় সে?

আকবর সাহেব হরলিক্সের কৌটা খুললেন। বেলি ফুলের মিষ্টি গন্ধে ভেসে গেল চারদিক।

আর খুলে গেল এমন এক রহস্যের দরজা যার শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে, অন্য কোনো জগতে, অন্য কোনো মহাজাগতিক সত্ত্বার হাত ধরে!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *