
আত্মা নিয়ে কি বলে বিজ্ঞান?
অনুভূতি আসলে কি জিনিস? আপনি কেন কনশাস, মোবাইলটা কেন নয়?
স্পেস টাইম রিলেটিভিটি এগুলো কি জিনিস? কি আছে ব্ল্যাকহোলের অতলে?
এইসব হাই থটের কথা চলবে, পাশে পাশে চলবে আড্ডা।
আমরা তাবু গাড়ব কার্বোনিফেরাসের গহীন কালো জঙ্গলে, পাশ দিয়ে উড়ে যাবে বিরাট বিরাট পোকামাকড়।
ঢু মেরে দেখে আসবো নিউট্রন তারার ভেতরটা, তারপর উড়ে বেড়াবো ফোটনের দেশে।
কার্ল লিচির সাথে ঢুকে যাবো মানুষখেকো গাছের জঙ্গলে।
ঝড়ের রাতে ডুব দিবো গভীর সমুদ্রে, তারা করবে শনিসরাস।
তারপর যখন হাওড়ের বুকে উথাল পাথাল জোছনা নামবে, আমরা ফিরে আসবো মাটির পৃথিবীতে। নৌকার ছইয়ের ভেতর বসে ফিস ফিস করে ভূতের গল্প শুনবো।
এটা গল্পের বই।
বিজ্ঞানের গল্প।
anando
Khub Sundar boi….
boita zokhon pori, tokhon ekta onnorokom feeling ase….
aro extra kisu topic niye jodi eirokom arekta boi lekhen toholee valo lagbe.