
এইটা জেনারেল রিলেটিভিটি শেখার বই।
পপ সায়েন্স লেভেলে না – একেবারে গণিত, সমীকরণ আর শত শত গ্রাফ দিয়ে ফিজিক্সের ইতিহাসে মতান্তরে সবচেয়ে জটিল তত্ত্বটাকে একেবারে অন্তরে গেঁথে দেওয়ার বই।
বইয়ের দুটা খন্ড। প্রথম খন্ডে আমরা স্পেশাল রিলেটিভিটি, স্পেসটাইম ডায়াগ্রাম, ভর শক্তির সম্পর্ক, টুইন প্যারাডক্স এসব খটমটে জিনিস শিখে ফেলে এরপর আস্তে আস্তে জেনারেল রিলেটিভিটিতে ঢুকবো। টেন্সর বুঝবো, মেট্রিক টেন্সর শিখবো, মহাকর্ষ বুঝবো, জিওডেসিক শিখবো – আর জেনে ফেলবো স্পেসটাইম আসলেই চাদরের মতো নাকি।
আর এই সবকিছু বোঝা শেষ হলে আমরা ঝাঁপ দেবো ব্ল্যাক হোলের অতল গহবরে। ব্ল্যাক হোল একটা জেলখানা – সেখান থেকে কেউ পালাতে পারে না। পালাতে না পারার কারণ মুক্তি বেগ আলোর বেগের চেয়ে বেশি নয় – ঘটনাদিগন্তের ওপাশে স্পেসটাইম উলটে পালটে যায়, সেখানে এমন কিছু ঘটনা ঘটে সাধারণ মানব মস্তিষ্ক যেগুলো কল্পনাও করতে পারে না। রূপকথার চেয়েও অবিশ্বাস্য সে জগতের স্বাদ যারা নিতে চাও, চলে আসো আমাদের সাথে।
দ্বিতীয় খন্ডে কী থাকবে সেটা আমি জানি, কিন্তু এখন বলব না। বইয়ের শেষে বলবো।
https://www.rokomari.com/book/223669/cha-coffee-ar-general-relativity
anando
Vaiya boli, kingba sir boli,, Cha Coffee ar Machine Learning sironame boi chai