মাইটোকন্ড্রিল অ্যাডাম আর ওয়াই ক্রোমোজোমাল ইভ



৩টা স্টেটমেন্টঃ
১। সব প্রাণী বিবর্তিত হয়ে এসেছে।
২। বর্তমানে জীবিত সব পুরুষ ১ পুরুষ থেকে এবং সব নারী এক নারী থেকে এসেছে।
৩। পৃথিবীতে মানুষের জনসংখ্যা কখনোই ১০০০০ এর নিচে ছিল না।

কোনটা ঠিক?
বিজ্ঞান বলে, ৩টাই।
শুরু করছি, মাইটোকন্ড্রিয়াল ইভ এবং Y ক্রোমোজোমাল অ্যাডামের কাহিনী।

মাইটোকন্ড্রিয়াল ইভঃ
আপনার মাইটোকন্ড্রিয়ায় যে DNA আছে সেটা এসেছে আপনার মায়ের কাছ থেকে। বাবার কাছ থেকে না, কারন শুক্রাণুর সাইটপ্লাসম জাইগোটে আসে না। শুধু ডিম্বানুরটা আসে। ডিম্বানু আসে মায়ের কাছ থেকে। আপনার মা পেয়েছেন তাঁর মায়ের কাছ থেকে। তাঁর মা পেয়েছেন তাঁর মায়ের কাছ থেকে।
এভাবে মা পরম্পরায় যেতে যেতে দেখা যাবে বর্তমান পৃথিবীর সব মানুষের মাইটোকন্ড্রিয়ার DNA এক নারী থেকে এসেছে। হিসাব করে দেখা গেছে এই মহিলা বাস করতেন প্রায় দেড় ২ লাখ বছর আগে। বাইবেলের ইভের সাথে মিলিয়ে তাঁর নাম দেওয়া হয়েছে মাইটোকন্ড্রিয়াল ইভ।
একটা পয়েন্ট ইম্পরট্যান্ট: আপনি পুরুষ মানুষ হয়ে থাকলে আপনার বংশধর কিন্তু আপনার মাইটোকন্ড্রিয়া পাবে না।

Y ক্রোমোজোমাল অ্যাডামঃ
আপনি পুরুষ মানুষ হয়ে থাকলে আপনার Y ক্রোমোজোমটি এসেছে আপনার বাবার কাছ থেকে। আপনার বাবা পেয়েছেন তাঁর বাবার কাছ থেকে। এভাবে বাবা পরম্পরায় যেতে যেতে দেখা যাবে বর্তমান পৃথিবীর সব পুরুষ মানুষের Y ক্রোমোজোম এসেছে এক পুরুষ থেকে। বাইবেলের অ্যাডামের সাথে মিলিয়ে তাঁর নাম দেওয়া হয়েছে Y ক্রোমোজোমাল অ্যাডাম। এই ভদ্রলোকও বাস করতেন দেড় ২ লাখ বছর আগে।
একটা পয়েন্ট ইম্পরট্যান্ট: আপনি মহিলা  মানুষ হয়ে থাকলে Y ক্রোমোজোম নেই। তাই আপনার বংশধর আপনার কাছ থেকে সেটা পাবে না।

এবারে একটা বোম ফেলব। মাইটোকন্ড্রিয়াল ইভ পৃথিবীর প্রথম নারী নয়। তাঁর ভাইবোন বাবা মা ছিল। সেই সময় অন্তত প্রায় ৫০০০ নারী পৃথিবীতে ছিল। একি কথা Y ক্রোমোজোমাল অ্যাডামের ক্ষেত্রে ।
কিভাবে???
এখন নিচের ছবিটা দেখতে হবে। একটু চিন্তা করতে হবে। তারপর নিচে যেতে হবে।


১ । বর্তমানে জীবিত সকল নারীর আদি মাতা mt ইভ। বর্তমানে। এই মুহূর্তে। ১ বছর আগে জীবিত সকল নারীর আদি মাতা mt ইভের মা বা নানী হওয়া খুবি সম্ভব।
২। যে মুহূর্তে কোন একজন নারী কোন কন্যা সন্তান না রেখে মারা যান, সে মুহূর্তে তাঁর মাটকন্ড্রিয়া পরবর্তী বংশে আসতে পারে না। তিনি যদি বর্তমান ইভের বোনের শেষ বংশধর হন তবে ইভের বোনের সব বংশধর এখন মৃত।
৩। ইভ পরিবর্তনশীল। আজকে যিনি ইভ, ১০০০ বছর আগের  মানুষদের জন্য তিনি ইভের মা , নানি অথবা অন্য কোন পূর্বপুরুষ।
৪ । অনেক আগে ইভ হোমো সাপিয়েন্স ছিল না। হোমো ইরেক্টাস ছিল।
৫। ইভের বোনের DNA এখনো আছে, তবে সেটা পুরোপুরি মাতৃ পরম্পরায় না। পিতৃ মাতৃ মিক্স হয়ে।
৬। বর্তমান ইভের বোন যদি প্রথম থেকেই বহু দূরের দ্বিপে অথবা মঙ্গলগ্রহে বাস না করেন তবে আপনার পাশের বাড়ির মহিলাও তাঁর শেষ বংশধর হতে পারেন।

শেষ.

https://en.m.wikipedia.org/wiki/Mitochondrial_Eve
https://en.m.wikipedia.org/wiki/Y-chromosomal_Adam

One thought on “মাইটোকন্ড্রিল অ্যাডাম আর ওয়াই ক্রোমোজোমাল ইভ”

Leave a Reply