মিনি বিজ্ঞান ৮
মোর্স কোড
শুধুমাত্র ডট আর ড্যাশ ব্যবহার করে ইংরেজি অক্ষর আর সংখ্যাগুলোকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে মোর্স কোড। ডট বলতে ছোট কিছু, ড্যাশ বলতে বড় কিছু বুঝায়। যেমন আস্তে টোকা মানে ডট, লম্বা শব্দ মানে ড্যাশ। টর্চ লাইট এক মুহূর্ত জালানো মানে ডট, অনেকক্ষণ জালানো মানে ড্যাশ।
ধরো তোমাকে কেউ ধরে নিয়ে গেলো। আটকে মুখ বেঁধে রাখল। হাতের কাছে কিছু একটা দিয়ে শব্দ করতে পারোঃ
ডট ডট ডট ডট
মানে H
একটু থেমে আবার ডট, মানে E
একটু থেমে ডট ড্যাশ ডট ডট মানে L
এরপর ডট ড্যাশ ড্যাশ ডট মানে P.
হয়ে গেলো মোর্স কোডের ভাষায় HELP
আন্তর্জাতিক পদ্ধতিতে একটা ডট এক একক লম্বা আর ড্যাশ তিন একক লম্বা হয়।