আজকে বেশি লিখতে প্যারা লাগছে, অল্প কিছুক্ষণ গল্প করেই চলে যাবো।
১।
কাহিনী হচ্ছে গিয়ে, বক্কর ভাইয়ের এক জমজ বোন ছিল, নাম বক্রিনা আপু। আপুও সেই জিনিয়াস, একেবারে বক্কর ভাইয়ের লেভেলের।
বক্কর ভাই ছোট থাকতেই রকেট আবিষ্কার করে ফেলেন। পনেরো বছর বয়সে বোনকে একা ফেলে আলোর কাছাকাছি বেগে রওনা দেন কেপলার টুটুবির দিকে। ওইখানে যেয়ে তিনি এক গার্লফ্রেন্ডও জুটিয়ে ফেলেন, তার গল্প তুলে রেখেছি কোয়ান্টাম সিরিজের এনট্যাংগেলমেন্ট পর্বের জন্য।
তো গার্লফ্রেন্ডের সাথে এক বছর কাটিয়ে তিনি দেশে ব্যাক করেন। কেপলারে যেতে তাঁর টাইম লাগে ৩ বছর, ফিরতে তিন বছর। গার্ল ফ্রেন্ডের সাথে কাটান ১ বছর। তাই দেশে ফিরে আসার পর বক্কর ভাইয়ের বয়স হয় ২২ বছর।
বক্কর ভাই আকাশ থেকে পড়লেন (লিটারেলি), যখন দেখলেন তাঁর জমজ বোন বক্রিনা আপুর বয়স এখন ১৩ বছর বেড়ে ২৮ হয়েছে। বক্রিনা আপু এখন আন্ডারওয়ার্ল্ডের সম্রাগ্নী, তাঁর সেই লেভেলের প্রতিপত্তি। নিজের জমজ বোনকে আপু ডাকতে যেয়ে বক্কর ভাই আকাশ থেকে পরে এবার মাটির সাথে মিশে গেলেন।

এবার খেয়াল করেনঃ
বক্কর ভাই যখন v বেগে পৃথিবী ছেড়ে যাচ্ছিলেন, বক্রিনা আপু তখন একই v বেগে পৃথিবীর সবাইকে নিয়ে বক্কর ভাইয়ের সাপেক্ষে উলটা দিকে যাচ্ছিলেন।
বক্কর ভাই যখন v বেগে পৃথিবীতে ব্যাক করছিলেন, বক্রিনা আপু তখন একই v বেগে পৃথিবীর সবাইকে নিয়ে বক্কর ভাইয়ের দিকে ব্যাক করছিলেন যাচ্ছিলেন।
সকল বেগ আপেক্ষিক।
পরম বেগ বলে কিছু নাই।
বক্কর ভাই যেমন বক্রিনা আপুকে অতি ধীরে নড়তে দেখছিলেন, বক্রিনা আপুও তেমনি বক্কর ভাইকে অতি ধীরে নড়তে দেখছিলেন।
বক্কর ভাই আর বক্রিনা আপু দুইজনেই একে অপরকে সাইজে ছোট হতে দেখেছেন। (রকেটে ভালো ইন্টারনেট ছিল)
তাহলে, এমন কি হলো যে, বক্কর ভাইয়ের বয়স বাড়ল ৭ বছর, বক্রিনা আপুর ১৩ বছর???
আপু কি এমন পাপ করলেন যে তাকে এতো তাড়াতাড়ি বুড়িয়ে যেতে হলো?
ভাবতে থাকুন।
(চলবে)
আশরাফুল ইসলাম
আর কই ভাই?