যে আবিষ্কারগুলোর জন্য এককভাবে টেসলাকে ক্রেডিট দেওয়া হয়



যে আবিষ্কারগুলোর জন্য এককভাবে টেসলাকে ক্রেডিট দেওয়া হয় 

নিকোলা টেসলা একজন মহান ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি অনেক কিছু আবিষ্কার করেছেন, কিন্তু আবিষ্কারগুলো অনেক ক্ষেত্রেই টেসলার একক আবিষ্কার না। 

কি কি আবিষ্কার টেসলার নামে প্রচলিত, কিন্তু তার আগেই অন্য কেউ আবিষ্কার করে গেছেন, তার একটা লিস্ট দিচ্ছি। 

লিস্টে বিজ্ঞানীদের নাম ইংরেজিতে দিচ্ছি, যাতে গুগোল করতে পারেন। 

সবশেষে, আর্টিকেলের উদ্দেশ্য, আমরা যাতে সবাইকে যার যার প্রাপ্য সম্মান দিতে পারি সেদিকে লক্ষ রাখা। 


১। AC জেনারেটরঃ ১৮৩২ সালে Hippolyte Pixii হস্তচালিত AC জেনারেটর আবিষ্কার করেন। 

https://en.wikipedia.org/wiki/Hippolyte_Pixii

১৮৭০ এর দশকে ইউরোপে সিঙ্গেল ফেজ জেনারেটর প্রচলিত ছিল। single phase ac generator inventor লিখে গুগল করলে Hippolyte Pixii র নাম আসবে। 

১৮৮০ সালের দিকে ৫ জন আবিষ্কারক স্বতন্ত্রভাবে ৩ ফেজ AC জেনারেটর আবিশার করেন। তাদের নামঃ Galileo Ferraris, Mikhail Dolivo-Dobrovolsky, Jonas Wenström, John Hopkinson and Nikola Tesla.

https://en.wikipedia.org/wiki/Three-phase_electric_power

২। ট্রান্সফর্মারঃ ট্রান্সফর্মারের আবিষ্কারক গুগল করলে নাম আসবে হাঙ্গেরিয়ান বিজ্ঞানী অটো ব্লেথির। আরও কিছু তথ্যসূত্রে তিনজন আবিষ্কারকের নাম পাওয়া যায়ঃ Otto blathy,Miska Deri, Karoly Zipernowsky.

William stanley ১৮৮৫/৮৬ সালে প্রথম বাণিজ্যিক ট্রান্সফর্মার তৈরি করেন। 

https://www.quora.com/Who-invented-the-transformer

হাঙ্গেরির Ganz কোম্পানির এই আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 

https://en.wikipedia.org/wiki/Ganz_Works#Power_plants,_generators_turbines_and_transformers

৩। ইন্ডাকশন কয়েলঃ মাইকেল ফ্যারাডের আবেশ সঙ্ক্রান্ত গবেষণার পর ১৮৩৬ সালে Nicholas Callan ইন্ডাক্সন কয়েল আবিষ্কার করেন। 

https://en.wikipedia.org/wiki/Induction_coil

১৮৯১ সালে টেসলা উচ্চ বিভবের, অল্প বিদ্যুতের টেস্লা কয়েল আবিষ্কার করেন। 

https://en.wikipedia.org/wiki/Tesla_coil

৪। লাউডস্পিকারঃ বর্তমানে যে ধরনের লাউড স্পিকার ব্যবহার করা হয় তার আবিষ্কারক Edward W. Kellogg and Chester W. Rice.

https://en.wikipedia.org/wiki/Loudspeaker

তবে, ১৮৬১ সালে আলেক্সয়ান্ডার গ্র্যাহাম বেল প্রথম লাউড ইলেকট্রিক  স্পিকারের আবিষ্কার করেন। 

https://www.thoughtco.com/history-of-loudspeaker-4076782

৫। Fluoroscent বাতি : ১৮৫৯ সালে আলেকজ্যান্ডার বেকেরেল প্রথম প্রতিপ্রভা আবিষ্কার করেন। 

https://www.pinoytechnoguide.com/2012/12/did-agapito-flores-invent-fluorescent.html

Peter Cooper Hewitt ১৯০১ সালে পারদ বাষ্প ব্যবহার করে প্রথম এই বাতি ব্যবহারযোগ্য করেন।  

আর লিখতে মন চাচ্ছে না। রাডার, মাইক্রোয়েভ এগুলোর আবিষ্কারকের নাম একটু ঘাটাঘাটি করলে পাবেন। 

সবশেষে, আবারো 

আর্টিকেলের উদ্দেশ্য, আমরা যাতে সবাইকে যার যার প্রাপ্য সম্মান দিতে পারি সেদিকে লক্ষ রাখা। 

4 thoughts on “যে আবিষ্কারগুলোর জন্য এককভাবে টেসলাকে ক্রেডিট দেওয়া হয়”

Leave a Reply