মিনি বিজ্ঞান -১
এই সিরিজে সহজ ভাষায় নিত্যদিনের বিজ্ঞান শেখানো হবে।
DNA রেপ্লিকেশন
একটা DNA থেকে একই ধরনের দুইটা DNA হওয়াকে DNA রেপ্লিকেশন বলে।
একটা DNA তে দুইটা সুতা সাকে। এরা একে অপরের পরিপূরক।
DNA এর ৪টা অক্ষর। A, T, C, G. এগুলো একধরনের নাইট্রোজেনের জৈব ক্ষার। নাইট্রোজেন বেজ বলে।
বেজগুলো জোড়ায় জোড়ায় থাকে।
একটা সুতায় A থাকলে তার পাশের সুতাটায় থাকে T । A এর পরিপূরক T.
একইভাবে, C এর পরিপূরক G.
তারমানে, একটা সুতা যদি হয় AATCGA
তার পাশের সুতাটা হবে TTAGCT
অনুলিপনের সময়, DNA এর দুইটা সুতা আলাদা হয়ে যায়।
তারপর একটা এনজাইম বামপাশের সুতাটার পাশে পাশে তার পরিপূরক বেজ এনে লাগিয়ে দেয়। নতুন বেজগুলো কোষে তৈরি হয়।
একই কাজ ডান পাশের সুতাটার ক্ষেত্রেও হয়।
এভাবে একটা DNA থেকে দুইটা DNA তৈরি হয়।
আগে ছিল
A-T
A-T
T-A
C-G
G-C
A-T
ভেঙ্গে হলো
A…………T
A…………T
T…………A
C………..G
G………..C
A………..T
নতুন বেজ লাগার পরঃ
A-T…………A-T
A-T…………A-T
T-A…………T-A
C-G………..C-G
G-C………..G-C
A-T…………A-T
এভাবে একটা DNA থেকে দুইটা DNA তৈরি হয়।

শিমুল
প্রকৃতি কত সুন্দর আর লজিক্যাল ভাবে কাজ করে! অবাক হতে হয়!
ইমামুল হাসান
😮😮😮😮