প্রথম পর্বঃ স্পেশাল রিলেটিভিটি
আমি সূর্যে যাব। মরার শখ জাগসে, সূর্যে যেয়ে মরবো। সূর্য পৃথিবী থেকে ১৫ কোটি কিলো দূরে, আলোর যেতে টাইম লাগে ৮ মিনিট।
আগের ধারনাঃ
নরমাল রকেট নিলাম। সূর্যে যেতে ১ বছর লাগবে। শক্তি দিলাম। বেগ বাড়বে। অনেক শক্তি দিলাম। অনেক বেগ বাড়বে। ১ সেকেন্ডে সূর্যে যাব। অসীম শক্তি দিলাম। শূন্য সেকেন্ড লাগবে।
রিলেটিভিটির ধারনাঃ
সব ঠিক আছে। অনেক শক্তি দিবো। ১ সেকেন্ডে সূর্যে যাব।
জাস্ট ছোট্ট একটা চেঞ্জঃ বেগ লিমিট সেকেন্ডে ৩ লক্ষ কিলো।
তাই :
১। আমি দেখব সূর্য কাছে চলে এসেছে। দূরত্ব কম, সময়ও কম, বেগ ৩লক্ষ কিলোর নিচে।
২। দুনিয়াবাসী দেখবে, দূরত্ব ১৫ কোটি কিলো, সময় ৮ মিনিটের বেশি , বেগ ৩ লক্ষ কিলোর নিচে।
আগে মনে করতাম আমার আপনার সময় সেম, এখন দেখি সময় আলাদা, বেগ সেম। শেষ।
এই পর্যন্ত পড়ে একটু চিন্তা করতে হবে। পুরো লরেঞ্জ রূপান্তর শেষ করে দিয়েছি। চিন্তা করেও না বুঝলে নিচে যাওয়া যেতে পারে।
.
.
.
.
.
.

.
.
.
১। কাল দীর্ঘায়ন : আমি রকেটে বসে একটা মশা মেরেছি ১ সেকেন্ডে। দুনিয়াবাসি দেখবে আমি ৮ মিনিট ধরে আস্তে আস্তে মশা মেরেছি। পৃথিবীতে মেসি বলে কিক করেছে। আমি দেখব ৮ মিনিট ধরে কিক হয়েছে।
২। দৈর্ঘ্য সঙ্কোচন : আমি দেখব সূর্য পৃথিবী সব চ্যাপ্টা হয়ে গেছে, রাস্তাও ছোট হয়ে গেছে। দুনিয়াবাসি দেখবে আমি চ্যাপ্টা হয়ে গেছি 🙁
৩। ভর যোগ : শূন্য থেকে অসীম পর্যন্ত বেগটা এখন ০ থেকে ৩ লক্ষের মধ্যে কমপ্রেসড অবস্থায় আছে। আগে অসীম বেগে যেতে অসীম শক্তি লাগত, এখন আলোর বেগে যেতে লাগে। গতিশক্তি অসীম, বেগ ফিক্সড, তাই ভর বাড়তে বাড়তে অসীম হবে।
আমি দেখব পৃথিবী ভারি হয়ে গেছে, দুনিয়াবাসি দেখবে আমি ভারি হয়ে গেছি।
সামারিঃ
দুনিয়াবাসি দেখবে চ্যাপ্টা, ভারি, মারাত্মক স্লো নাঈম পৃথিবী থেকে বিদায় নিচ্ছে।
আমি দেখব, পৃথিবীর মেয়েরা সব চ্যাপ্টা, ভারি, স্লো হয়ে গেছে, এই দুনিয়ায় থেকে আর কোন লাভ নাই 🙁
Shourv Tarafder
Tnks
shariful
onk sohoj vabe bisoy gulo likhar jonno thanks
Shourv Tarafder
nc
Gaus Saraf
Lol
Shourv Tarafder
Grt
Tamjid Rana
Nice..♥
Nazmul
Sob e bujhlam. Mass, time konotai porom na, apekkhik. Kintu jeta bujhlam na seta holo omon uccho bege gelam. Kintu kenoi ba amr nijer kache durotto kom mone hobe? Mane ki emon hcche j amr kache durotto kom mone hobe? At time!! Etar mddhei ki emon hcche jate prithibibasir kache time normal thakleo amr nijeke suprfast mone hobe??